• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ছাগলে ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ১২:০৯ পিএম
ছাগলে ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লিটন হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দারবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। তিনি শ্রীরামপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্য রেহেনা খাতুনের ছাগল প্রতিবেশী মজনু হোসেনের কলা ক্ষেত খায়। এতে ক্ষিপ্ত হয়ে মজনু ছাগল মালিককে গালিগালাজ করেন।

এ নিয়ে সন্ধ্যায় শ্রীরামপুর বাজারে রেহেনার স্বামী ও মজনুর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় চাচাতো ভাইকে মারধর করা হচ্ছে শুনে চায়ের দোকানে বসে থাকা লিটন এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
 

Link copied!