• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

নেশার টাকার জন্য ছাগল চুরি, গ্রেপ্তার ৪


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৩, ০৯:৫০ এএম
নেশার টাকার জন্য ছাগল চুরি, গ্রেপ্তার ৪

জামালপুরের মেলান্দহ উপজেলায় নেশার টাকা জোগাতে ছাগল চুরি করে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৯ জুলাই) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৮ জুলাই) ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার বাঘাডোবা এলাকার ছাইদুল ইসলাম, দেওলাবাড়ী এলাকার শাকিল মিয়া, পৌর এলাকার শান্ত রহমান কমল ও নূরনবী।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ঘোষেরপাড়া ইউনিয়নের উত্তর বাগবাড়ী এলাকা থেকে একটি ছাগল চুরি করে অটোরিকশা দিয়ে চারজন পালিয়ে যাচ্ছিলেন। ওই সময় হাজারবাড়ী এলাকায় পৌঁছালে অটোরিকশাটি একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করলে সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেন।

ছাগলের মালিক আরিফুল ইসলাম বলেন, “আমার বাড়ির পাশ থেকে ছাগল চুরি করে পালানোর সময় এলাকার লোকজন তাদের আটক করে। পরে খবর পেয়ে থানায় গিয়ে ছাগল চুরির মামলা দিই।”

মেলান্দহ থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, ছাগল চুরির অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া তাদের নামে চুরির একাধিক মামলা রয়েছে। নেশার টাকার জন্য তারা ছাগল চুরি করেন। তারা চারজনই মাদকসেবী। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!