• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

কালিহাতীতে জাল ভোট দিতে গিয়ে আটক ৩


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৪:৪৭ পিএম
কালিহাতীতে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১৭ জুলাই) সকালে ভন্ডেশ্বর ও সরিষাআটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার আউলিবাদ গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৭) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান (১৭)। অপর একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় লাইনে দাঁড়ানো ভোটারদের বিষয়টি সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভন্ডেশ্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাসিরুজ্জামান বলেন, “কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসে ওই দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেওয়ার সন্দেহে তাদের আটক করেন। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!