• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ময়মনসিংহে বিএনপির ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩, ০২:৩৮ পিএম
ময়মনসিংহে বিএনপির ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হালুয়াঘাট থানা। ফাইল ফটো

ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান এই মামলাটি করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হালুয়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা প্রদান ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনাস্থল থেকে দুটি পোড়া পেট্রলের বোতল, গাড়ির ভাঙ্গা কাচের টুকরা, ১০টি মশাল, ১২টি ইটের টুকরা জব্দ করে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

Link copied!