• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

নৈশকোচ থেকে গাঁজা জব্দ, সুপারভাইজার আটক


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০২:২২ পিএম
নৈশকোচ থেকে গাঁজা জব্দ, সুপারভাইজার আটক

কুড়িগ্রাম থেকে মুন্সিগঞ্জগামী একটি নৈশকোচ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। এ সময় বাসটির সুপারভাইজার মো. মামুন মিয়াকে আটক করা হয়েছে।

আটক মামুন মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার চড়েয়ারপাড় মুন্সিপাড়া গ্রামের মো. শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জগামী কর্ণফুলী স্পেশাল নামক বাসটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসার পর বাসটি শহরের ত্রিমোহনীতে থামায় কুড়িগ্রাম ডিবি পুলিশ। এরপর অভিযান চালিয়ে বাসটির লকার থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান আশিক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!