• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০১:৫২ পিএম
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। 

সোমবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে টানেল সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে চাতরী চৌমুহনী বাজারের মসজিদের পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় মসজিদের মুসল্লিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাসমালিক নাঈম উদ্দিন বলেন, আগুনে পুড়ে যাওয়া আমার বাসটি প্রতিদিনের মতো গতকাল রোববারও চাতরী চৌমুহনী বাজারের মসজিদের পাশে পার্কিং করা ছিল। সকালে কেইপিজেড শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল ওটার।

ওসি সোহেল আহমেদ বলেন, ভোরে দুর্বৃত্তরা হঠাৎ একটি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

Link copied!