অবরোধের দ্বিতীয় দিনে সাভারে পার্ক করা একটি দূরপাল্লার বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর এলাকায় মধুমতী মডেল টাউনের সামনে পার্ক করা রিমি পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আটকরা হলেন আব্দুল আলীম ও সোহাগ। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে মধুমতি হেমায়েতপুরের মডেল টাউন এলাকায় একটি পার্ক করা বাসে আগুন দেন বিএনপির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।