• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মন্দির ভাংচুর ও হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৫:৪৭ পিএম
মন্দির ভাংচুর ও হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর ও হত্যা মামলার প্রধান আসামি মো.আবুল কাশেমকে (৫৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

মঙ্গলবার (৯ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে জেলার মাইজদী বাজারের টাউন হল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার আবুল কাশেম জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার মৃত আলী আজমের ছেলে ও নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল কাশেম জেলার বেগমগঞ্জ উপজেলার আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর ও হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া তিনি বিস্ফোরক,নাশকতাসহ একাধিক মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”   

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!