• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০৪:০০ পিএম
ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার ইকবাল হোসেন নামের এক অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) রাতে মিয়ারহাট বাজারে বাহাউদ্দীন বুলবুল বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইকবাল (২৬) চট্টগ্রামের পটিয়া উপজেলার হায়দারগঞ্জের আব্দুল নবির হোসেনের ছেলে। তিনি ওই রুম ভাড়া নিয়ে একা থাকতেন।

ইকবালের পাশের রুমের ভাড়াটিয়া নাইম জানান, শুক্রবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে (ইকবাল) সর্বশেষ রুমে ঢুকতে দেখেছেন। সারা দিনে দেখতে না পেয়ে কৌতূহল হয়। কারণ, তাকে সকাল ৯টার বেশি কখনো ঘুমানো থাকতে দেখেনি কেউ। তাই রুম বন্ধ দেখে দরজায় কড়া নেড়ে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে ঘরের মালিকের বড় ভাইকে ডেকে বিষয়টি জানানো হয়। এরপর তিনি ডাকাডাকির পর দরজার নিচের ভাঙা স্থান দিয়ে তাকালে তার পা ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানালে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ পিরোজপুরের মর্গে পাঠানো হবে।

Link copied!