• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৩:৩৮ পিএম
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (১ নভেম্বর) ভোরে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার ৪৪৮ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে ফকিরগঞ্জ গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আইনুল হক দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে গুলির শব্দ পান তারা। এদিকে রাতেই আইনুলকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে সকালে সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আইনুলের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

এ ঘটনার পর বিএসএফ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে বলে জানান বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন। সংবাদ প্রকাশকে তিনি বলেন, যেহেতু বিএসএফ মরদেহ নিয়ে গেছে, অতএব আইনি প্রক্রিয়া ছাড়া মরদেহ দেশে আনার কোনো সুযোগ নেই। পরিবারের দাবিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১৮) সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Link copied!