• ঢাকা
  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা মদের গোপন আস্তানা: দুজন আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ১২:৩৪ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা মদের গোপন আস্তানা: দুজন আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রক্টরিয়াল বডি একটি বাংলা মদের আস্তানা সনাক্ত করেছে। এ ঘটনায় নারীসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টার দিকে প্রক্টরিয়াল বডি, শিক্ষক ও নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—সুমন চাকমা ও তার স্ত্রী পরিচয়ে এক নারী। অভিযানে প্রায় ৪০ লিটার বাংলা মদ জব্দ করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের দক্ষিণ পাশে পাহাড়ঘেঁষা লিজ নেওয়া জমিতে একটি ছোট ঘরে সুমন চাকমা মদ তৈরি করতেন। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম তাকে বাংলা মদসহ আটক করে, পরে পুলিশে হস্তান্তর করা হয়।

এছাড়া জিজ্ঞাসাবাদে সুমন বন্য শূকর, হরিণসহ বিভিন্ন প্রাণী শিকার করার কথাও স্বীকার করেছেন।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানিয়েছেন, মাদকদ্রব্য আইন, বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লিজ নেওয়া জমিতে অবৈধভাবে ব্যবসা করায় লিজ বাতিল হবে এবং অনুমতিহীন গাছ কাটার অপরাধে অর্থদণ্ড আরোপ করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!