রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সপুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তফসিলের প্রতিবাদে রাজশাহী মুক্তিযোদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি পানি উন্নয়ন বোর্ডের পাশের সড়ক দিয়ে সপুরার দিকে যায়।
অপরদিক থেকে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির একটি টহল পিকআপ আসছিল। এ সময় মিছিল থেকে নেতাকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
এ অবস্থায় পুলিশ গাড়ি থেকে নেমে পালিয়ে গেলে তারা বাঁশ ও রড দিয়ে গাড়িটি ভাঙচুর করেন। তবে পিকআপে থাকা ছয়জন পুলিশ সদস্যের মধ্যে চারজন আহত হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যান।
ওসি সোহরাওয়ার্দী বলেন, আহত চার পুলিশ সদস্যের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।