সিরাজগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সোমবার (১২ জুন) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সদরের বাগবাটি ইউনিয়নের উত্তর আলোকদিয়ার গ্রামের মিলন শেখ, লিটন শেখ ও সুভাষ হালদার।
হুমায়ুন কবির বলেন, “তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ২ হাজার টাকা জব্দ করা হয়।”
ওসি আরও বলেন, “দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায়ীরা তাদের নিজ বাড়িতে মাদক রেখে জেলার বিভিন্ন জায়গায় সরববাহ করে আসছিলেন। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।”