• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

স্ত্রীকে হত্যা পর থানায় এসে স্বামী বললেন ‘আমাকে গ্রেপ্তার করেন’


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৭:০৯ পিএম
স্ত্রীকে হত্যা পর থানায় এসে স্বামী বললেন ‘আমাকে গ্রেপ্তার করেন’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রীকে হত্যার পর নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন নাজমুল ইসলাম (৩৬) নামের এক যুবক।

বুধবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রাবেয়া খাতুন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ধারাল বটি দিয়ে নাজমুল তার স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় রাবেয়ার চিৎকার শুনে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুরফামুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটে। পরে নাজমুল নিজেই হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাবেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

Link copied!