• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

কৃষি ব্যাংকের নিরীক্ষা কর্মকর্তার নামে দুদকের মামলা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৭:০৪ পিএম
কৃষি ব্যাংকের নিরীক্ষা কর্মকর্তার নামে দুদকের মামলা

ফরিদপুরে দুর্নীতির অভিযোগে মো. মোশাররফ হোসেন (৬৪) নামে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত এক বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার ফরিদপুরের সিনিয়র বিশেষ জজ আদালতে দুদকের সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, দুদকে দাখিল সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর ৩০ লাখ ৩০ হাজার ৯৫০ টাকার সম্পদের তথ্য গোপন করেন মোশাররফ হোসেন। এছাড়া মিথ্যা তথ্য দেওয়াসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ উৎস থেকে ৩৪ লাখ ৭৪ হাজার ৪১৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করার অভিযোগে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত বিভাগীয় এ নিরীক্ষা কর্মকর্তার নামে দুদক এ মামলাটি করা হয়। 

Link copied!