ময়মনসিংহে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) সকালে জেলার ভালুকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) ও তার তিন বছর বয়সী মেয়ে আয়েশা জান্নাত লামিয়া।
মানিকুল ইসলাম বলেন, “জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার জাহিদ হোসেন স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ১৪ বছর আগে সিনথিয়াকে বিয়ে করেন জাহিদ হাসান। সিনথিয়া রাতে সাড়ে তিন বছরের মেয়ে লামিয়াকে নিয়ে বসতঘরে ঘুমাতে যান। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, আগে মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পরে সিনথিয়া নিজেও একই রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































