শেরপুরের শ্রীবরদীতে নদীর পাড় থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় কাজলী বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া গুচ্ছগ্রামের পাশে নদীর পাড় থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। কাজলী ওই গ্রামের সালু মিয়ার মেয়ে।
 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত গৃহবধূর পরকীয়া প্রেমিক আকুল মিয়া (৪০) নামে একজনকে আটক করেছে। 
এদিকে কাজলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার স্বজনরা।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে উপজেলার কইন্যাকান্দি গ্রামের নেহাল উদ্দিনের (৪০) সঙ্গে বিয়ে হয় কাজলীর। বিয়ের কিছুদিন পর থেকে পার্শ্ববর্তী গ্রাম পলাশতলার করিম মিয়ার ছেলে আকুল মিয়ার সঙ্গে কাজলীর পরকীয়া সম্পর্ক আছে এমন অভিযোগে স্বামী তাকে মাঝেমধ্যে মারধর করতো। এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয় কাজলী। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন নদীর পাড়ে তার লাশ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য কাজলীর প্রেমিক আকুলকে আটক করা হয়।
এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাটির তদন্ত চলমান আছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































