দিনাজপুরে বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করেছে বন কর্মকর্তা।
বুধবার (২২ মার্চ) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে জেলার বিরল ধর্মপুর বিটের বন কর্মকর্তা মহসীন আলীর কাছে পেঁচাটি হস্তান্তর করা হয়।
এর আগে, জেলার সম্মলিতি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ্ রহমতের ভাইয়ের বাড়ি থেকে পেঁচাটি উদ্ধার করা হয়।
মহসীন আলী বলেন, “এই পেঁচাটিকে লক্ষ্মীপেঁচা বলা হয়। এটি অনেক বিরল প্রজাতির একটি প্রাণী। এই প্রানীটি সাধারণত নিশাচর। রাতের বেলায় এরা ইঁদুর ধরতে পটু। ফলে এরা আমাদের ফসলের অনেক উপকার করে। আমরা পেঁচাটিকে চিকিৎসা দেব। যদি আজকের মধ্যেই সুস্থ হয় তবে রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। আমি মনে করি আমাদের প্রাণিকুলের প্রতি অবশ্যই যত্নশীল হওয়া উচিত।”




































