• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

দুই বাসের সংঘর্ষে আহত ৪০


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৫:১৭ পিএম
দুই বাসের সংঘর্ষে আহত ৪০

বগুড়া শেরপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ধুরকন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা টি আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ধুনকন্ডি এলাকায় পৌঁছালে  বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী আল-আমিন পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই পাশের ৪০ জন আহত হন।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ সিভিল ডিফেন্স নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Link copied!