• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

র‌্যাবের অভিযানে ৪ নারী মাদক কারবারি গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ১১:১৩ এএম
র‌্যাবের অভিযানে ৪ নারী মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে ৪ নারী মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-সিপিসি ৩। এ সময় তাদের কাছ থেকে ১৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জয়পুরহাট র‌্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।  

গ্রেপ্তাররা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের আনোয়ারা (৪৪), মনোয়ারা বেগম (৩৬), মেরিনা (৪৬) এবং মৌপুকুর গ্রামের  ইতি (২৭)।

র‍্যাব জানায়, ১৭ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জয়পুরহাট রেল স্টেশনে অবস্থান করে পরে চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ নারী  মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১৩৮ বেতল ফেনসিডিল পাওয়া যায়।

কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।
 

Link copied!