নওগাঁর মান্দায় স্কুলের শ্রেণিকক্ষের বেঞ্চ ভাঙাকে কেন্দ্র করে শিক্ষকের পিটুনিতে ৪ শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চকরঘুনাথ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষককের নাম শরিয়তুল্যা হোসেন। তিনি চকরঘুনাথ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে আশরাফুল ইসলাম নামের এক অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত শিক্ষার্থীরা হলো আনিছুর রহমান (অপু), হাসিবুল ইসলাম, আবু রায়হান ও হাবিবুর রহমান।
শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, বেঞ্চ ভাঙা নিয়ে অন্য শিক্ষার্থীদের বের করে দিয়ে ৪ ওই শিক্ষার্থীকে বেধড়ক পেটান শরিয়তুল্যা হোসেন। পরে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত শিক্ষক শরিয়তুল্যার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
চকরঘুনাথ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রামাণিক বলেন, “ওই চার শিক্ষার্থী বখাটে, শিক্ষক শাসন করেছেন।”
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম শেখ বলেন, “অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা শিক্ষা কর্মকর্তাকে লুৎফর রহমান বলেন, “আমি ঘটনাটি জানি না। আমাকে এ বিষয়ে কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।”