• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ঝিনাইদহে ট্রাক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৫:০০ পিএম
ঝিনাইদহে ট্রাক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের আড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, চুয়াডাঙ্গা জেলার মোবারকপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রেজওয়ান হোসেন (২২), আজিমপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে আকাশ মিয়া (২২), মোহাম্মদপুর গ্রামের শফি মিস্ত্রির ছেলে রিয়াদ হোসেন (২২) ও ফরিদপুর জেলার যদুরদিয়া গ্রামের সুবল কর্মকারের ছেলে অপূর্ব কর্মকার (২২)।

ওসি মাহাবুবুর রহমান বলেন, “শনিবার রাতে আড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে একটি ট্রাক চুরি করার সময় রেজওয়ান হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চুয়াডাঙ্গা ও ফরিদপুর থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।” 

ওসি আরও বলেন, “গ্রেপ্তাররা যশোর, ঝিনাইদহ ও কালীগঞ্জ থেকে প্রায় ৮-১০টি ট্রাক চুরি করে টায়ার ও তেলসহ ফরিদপুর জেলার অর্পূব কর্মকারের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন। কালীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।” 

Link copied!