নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে অভিযান চালিয়ে চোরাই দুই ভরি পনের আনা স্বর্ণের খণ্ড (গলানো অবস্থায়) জব্দসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে তাদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের নুরুল হকের ছেলে জাকির হোসেন (৩৫), একই গ্রামের নূর ইসলামের ছেলে আরমান হোসেন (২০), পাঁচবাড়িয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে হৃদয় (২০) ও ভাওরকোট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফিরোজ আলম (২৮)।
পুলিশ জানায়, কয়েকদিন আগে সোনাইমুড়ী উপজেলার নদনা বাজারের কামাল নামের এক ব্যক্তির ঘর থেকে সোনাসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে চোরাই মালামাল উদ্ধার ও আসামিদের শনাক্ত করতে অভিযানে নামে পুলিশ। অভিযানের অংশ হিসেব শুক্রবার দিবাগত গভীর রাতে নদনা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গলানো অবস্থায় দুই ভরি পনের আনা সোনা উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতার জাকির ও আরমানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।