পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন বিভাগ। হনুমানটি উচ্চতায় প্রায় দুই ফিট।
শুক্রবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল শিতলী হাসনা এলাকা থেকে হনুমানটি উদ্ধার করা হয়।
পঞ্চগড়ের বন বিভাগের প্লান্টেশন মালি আলামিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আমরা দেখতে পাই মুখপোড়া হনুমানটিকে। পরে সেটিকে পঞ্চগড়ে নেওয়া হয়। হনুমানটির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা সেবা দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে শিতলী হাসনা এলাকায় লোকালয়ের আশপাশে ঘুরছিল হনুমানটি। এদিকে স্থানীয়রা হনুমানটি দেখতে পেয়ে আটক করেন। পরে ওই এলাকার মোজাহিদুল ইসলাম মিলনের বাড়িতে রাখা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে হনুমানটিকে উদ্ধার করে।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বলেন, “শনিবার (৫ নভেম্বর) হনুমানটির স্বাস্থ্য পরিক্ষা করা হবে। পরীক্ষার পর বিভাগীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































