• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৪:৫৮ পিএম
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) দুপুরে জেলা শহরের বায়তুল আমান কলেজ স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান ওই নারী। পরে রেল লাইনের পাশে তার মৃতদেহ  পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ জলিল।

এম. এ জলিল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তবে যেহেতু ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে তাই রেল পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!