• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাহাড়ধসে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, বিপাকে পর্যটকরা


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০২:০৮ পিএম
পাহাড়ধসে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, বিপাকে পর্যটকরা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড়ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়েছে। এ ছাড়া সাজেক ও বাঘাইহাট এলাকায় ছয় শতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়েছে বলে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানিয়েছেন, সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়ায় আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে গেছে।

খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ইউএনও।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!