• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ১২:৩৯ পিএম
মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের তুমব্রুতে মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের ঘটনায় মো. কাদের নামের বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবানের তুমব্রু সীমান্তে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।

কাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার চেরারকুলের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ রিপন বিষয়টি নিশ্চিত করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান জানান, সীমান্ত এলাকায় পা বিচ্ছিন্ন যুবকের চিকিৎসা চলমান রয়েছে। এখন পর্যন্ত তার অবস্থা স্বাভাবিক রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!