• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০১:১৪ পিএম
জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত
সুবির দাস

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবির দাস (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩ অক্টবার) রাত দেড়টার দিকে চাকলাপাড়ার মন্টু বসু সড়কে এ ঘটনা ঘটে। সুবির শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে।

স্থানীয়রা জানান, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী সুনিল চন্দ্র দাসের। এই জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। মঙ্গলবার রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদের ছেলে সুবিরের সঙ্গে সুনিলের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সুনিল ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে পরিবারের লোকজন ছুটে এলে তাদের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবিরকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, “ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। জড়িত থাকার অভিযোগে রাতেই সুনিল, বিমল ও অন্তরকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!