• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

হাসপাতালের দুর্নীতি বন্ধে প্রতিবাদ সমাবেশ


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৫:২৪ পিএম
হাসপাতালের দুর্নীতি বন্ধে প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধার সব স্বাস্থ্যকেন্দ্রের অনিয়ম ও দুর্নীতি বন্ধসহ চিকিৎসাব্যবস্থা উন্নতির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে ঘণ্টাব্যাপী সমাবেশের আয়োজন করে নাগরিক মঞ্চ।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, জাহাঙ্গীর কবির তনু, নুর মোহাম্মাদ বাবু প্রমুখ।

বক্তারা বলেন, জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে ডাক্তার, নার্স, যন্ত্রপাতির সংকট ও দুর্নীতিসহ বহু সমস্যায় জর্জরিত। হাসপাতালে সরকারিভাবে বরাদ্দের এক্স-রে, আলট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও তা ব্যবহার করা হয় না। রোগীর অবস্থা একটু গুরুতর হলেই নানা অজুহাতে রংপুর ও বগুড়ায় রেফার করা হয়। রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার, দালালের দৌরাত্ম্য ও বরাদ্দের টাকা লুটপাট করে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করা হয়। জেলার সরকারি অন্য হাসপাতালগুলোতেও একই অবস্থা।

বক্তারা সব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!