• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৫:৪৯ পিএম
ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামে ইজিবাইকের ধাক্কায় লামিয়া খাতুন (৭) নামের এক  শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

লামিয়া খাতুন ওই গ্রামের পশ্চিমপাড়ার নাজমুল হোসেনের মেয়ে ও বদনপুর আদর্শ মহিলা হাফিজিয়া মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে শিশুটি বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় দৌড়ে রাস্তা পার হতে গেলে কার্পাসডাঙ্গাগামী এক দ্রুতগতির ইজিবাইকের সঙ্গে ধাক্কায় সে সড়কের ওপর ছিটকে পড়ে। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে ইজিবাইক চালককে আটক করা সম্ভব হয়নি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!