• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

টেকনাফে ৭ কোটি টাকার মাদক জব্দ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৬:৪৪ পিএম
টেকনাফে ৭ কোটি টাকার মাদক জব্দ

কক্সবাজারের টেকনাফ জালিয়ার দ্বীপে মিয়ানমার থেকে অবৈধভাবে প্রবেশকালে প্রায় ৭ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির দুইটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেয়।

এ সময় ওই ব্যক্তিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি করে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!