চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে বসে গিটার বাজিয়ে গান গাইতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওমর ফারুক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের রেলরোড ওভারব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক ফৌজদারহাটের কালুশাহ সিপাহির বাড়ির মৃত শাহ আলমের ছেলে।
রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, ওমর ফারুক বাড়ির পাশে রেললাইনে বসে গিটার বাজিয়ে গান করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই সোহরাব হোসেন আরও জানান, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।







































