• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেপ্তার


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০২:২৩ পিএম
প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

নড়াইলে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে কাজী তারিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) সকালে জেলার লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তারিকুল ইসলাম লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা তারিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালাগাল করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে কাজী তারিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!