• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রেনের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২২, ১০:২১ এএম
ট্রেনের ধাক্কায় ২ বাসযাত্রী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন ১০ জনের বেশি।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জনের বেশি।

জানা গেছে, আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!