• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ছাদ থেকে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ১১:৫৩ এএম
ছাদ থেকে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাগুরা পুলিশ লাইনস ব্যারাকের ছাদ থেকে মাহমুদুল হাসান (২৩) নামের এক পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাইনস ব্যারাকের ছাদে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদরের এজাজুল হকের ছেলে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরায় আসেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতের ডিউটি থেকে ফিরে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ব্যারাকের চারতলার ছাদে গিয়ে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন মাহমুদুল হাসান।

Link copied!