• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৩, ০৭:১৩ পিএম
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ার শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (২৮ জুন) ভোর ৬টা ও দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার আল আমিন (১৫) ও বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের মধু মাঝিড়া গ্রামের জহুরা বেগম (৭৫)। দুর্ঘটনায় নিহত অপর এক ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৬টায় চন্ডিহারা বালিকা বিদ্যালয়ের সামনে রংপুরগামী বৈশাখী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ দিকে দুপুর সোয়া ১টার দিকে রাস্তা পার হওয়ার সময় রংপুরগামী একটি ট্রাকচাপায় জহুরা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হন। জহুরা বেগম বগুড়ার সদর উপজেলার হাজরাদীঘী এলাকার মৃত আব্দুল মিয়ার স্ত্রী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভোর ৬টায় ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপরজনেরটা জানা যায়নি। এছাড়া দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত জহুরা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!