ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার নুরে আলম মানিক (৪৮) মালয়েশিয়ায় খুন হয়েছেন। রোববার (৩ জুলাই) সকালে নিজ ব্যবসা-প্রতিষ্ঠানে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
মানিক ঝিনাইদহ শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার আবুল হোসেনের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে মানিক কুয়ালালামপুর শহরে নিজ ব্যবসা-প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক লোক মানিককে দোকানের মধ্যে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের ছোট ভাই মাসুদ করিম জানান, তার ভাই প্রায় ১২/১৩ বছর ধরে মালয়েশিয়ায় ব্যবসা করছেন। প্রতি বছর তিনি বাড়িতে এসে স্ত্রী ও কন্যাসহ পরিবারকে দেখে যেতেন। কী কারণে তার ব্যবসা-প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালিয়ে মানিককে হত্যা করা হয়েছে তা পরিবারের কেউ বলতে পারছে না।
এদিকে মানিকের হত্যার খবর ঝিনাইদহে পৌছালে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। মানিকের পরিবারের সদস্যরা সরকারের কাছে মানিকের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।







































