• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২২, ০৭:১২ পিএম
রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবকের হাত-মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ১৪- আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নিহত যুবকের নাম মোহাম্মদ সমিন ( ৩০)। তিনি ৪ নম্বর ক্যাম্পের মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা।

শুক্রবার (১০ জুন) মধ্যরাতে উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্প থেকে তার  মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর পুলিশ সুপার মো. নইমুল হক।

তিনি জানান, ক্যাম্পের বাসিন্দারা সমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এপিবিএনকে খবর দেয়। এপিবিএন পুলিশ তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সমিনের শরীরে লাঠি ও রডের আঘাতের চিহ্ন আছে। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

নইমুল হক আরও জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য মরদেহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!