• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২, ২৯ জমাদিউস সানি ১৪৪৭

রাতে তুমুল ঝগড়া, ভোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৩:০৭ পিএম
রাতে তুমুল ঝগড়া, ভোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
অভিযুক্ত মেহেদী তালুকদার

ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার টিএন্ডটি সড়কে টাকাপয়সা নিয়ে ঝগড়ার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।

রোববার (৫ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মেশকাত (২৫) শহরের টিএন্ডটি সড়কের মৃত আমির আলী তালুকদারের ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম মেহেদী তালুকদার।  

স্থানীয়রা জানান, শনিবার রাতে দুই ভাইয়ের মধ্যে টাকাপয়সা নিয়ে তুমুল ঝগড়া হয়। এরই রেশ ধরে ভোরে দুই ভাই দা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। হামলায় ছোট ভাই মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, অভিযুক্ত মেহেদী তালুকদার নলছিটি থানায় আত্মসমর্পণ করেছেন।

Link copied!