• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২, ২৯ জমাদিউস সানি ১৪৪৭

ঘরে ২ শিশুসহ মায়ের গলা কাটা লাশ


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২২, ০৯:১২ এএম
ঘরে ২ শিশুসহ মায়ের গলা কাটা লাশ

নরসিংদীর বেলাব উপজেলায় দুই শিশুসহ মায়ের গলা কাটা লাশ পাওয়া গেছে।

রোববার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার বাবলা গ্রামে তাদের নিজ ঘরে লাশ পড়ে থাকাতে দেখা যায়।

নিহতরা হলেন রাহিমা বেগম (৩৬) এবং তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)।

রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখের ভাগনে মোমেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর এলাকাবাসী পুলিশে খবর দেন।

একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন বলে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!