• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২২, ০৯:৫১ পিএম
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

জামালপুর শহরের রশিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছে বাবা আব্দুর রশিদ (৬৫)। নিহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত মহেস শেখের ছেলে।

নিহতের ছেলে শিপন জানায়, মাদকের টাকার না পেয়ে প্রায়ই বাবাকে মারধর করত রুকন। শনিবার (২১ মে) সকাল ৯টায় তার মাদকাসক্ত ভাই রুকন বাবা আব্দুর রশিদের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেদম মারধর করে। মারধরের একপর্যায়ে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, বিকেল সাড়ে ৩টায় জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুকনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে রুকনের লোকজন পিকআপ ভ্যানে হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নিহতের বড় ছেলে শিপন বাদী হয়ে শনিবার সন্ধায় জামালপুর সদর থানায় রুকনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে বলেও জানান দেলোয়ার।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!