• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সয়াবিন তেলের অবৈধ মজুদ রাখায় জরিমানা


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২২, ০৮:০৩ পিএম
সয়াবিন তেলের অবৈধ মজুদ রাখায় জরিমানা

নীলফামারীর ডিমলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মে) অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এ সময় জেলা বিপণন কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।

শামসুল ইসলাম বলেন, “উপজেলা সদরের বাবুরহাট এলাকায় পুষ্টি তেলের ডিলার মেসার্স মুকুল স্টোরে মনিটরিংকালে তেলের মজুদ পাই। পরে ওই ব্যবসায়ীর মেডিক্যাল মোড়স্থ গুদাম থেকে সাত হাজার লিটার সয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়। অবৈধ মজুদের দায়ে ডিলার সাইফুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা এবং আগামী দুইদিনের মধ্যে বাজারে নায্য মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।”

জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন ওই ব্যবসায়ী বলে জানান ওই ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!