• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

নানা আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপিত


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৩:৪৭ পিএম
নানা আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপিত

সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, মতিউর রহমানের ফুটবল প্রদর্শনী ও লাঠি খেলার মধ্যে দিয়ে মাগুরায় পয়লা বৈশাখ উদ্‌যাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে শহরের চৌরঙ্গী মোড়ে পয়লা বৈশাখ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও উদীচী শিল্পগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পরে নোমানী ময়দান থেকে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা।

শোভাযাত্রা উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপর জহিরুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। 

বাঙালি সাংস্কৃতিক উপকরণ হাতি, ঘোড়া, ইলিশ মাছ, চরকা, দোয়েল পাখি, ঢাক ঢোল, বাঁশি ইত্যাদি হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন সাধারণ মানুষ। শোভাযাত্রা শেষে দুপুরে নোমানী ময়দানে ফ্রি স্টাইলার ফুটবলার মতিউর রহমানের ফুটবল প্রদর্শনী ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!