• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত, আটক ৩


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৪:৫২ পিএম
ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত, আটক ৩

দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রোববার (৫ নভেম্বর) দুপুরে জেলার পীরগঞ্জে পৌর শহরের কালিরহাট মোড়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপি-জামায়াতের কর্মীরা ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক অবরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!