• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ ২ জন নিহত


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০১:১৬ পিএম
বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ ২ জন নিহত

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে উপজেলার (দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক) কলেজ বাজার পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে ও নীলফামারী জেলা ডিএসবির পুলিশ সদস্য জহুরুল ইসলাম (৪০) এবং একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে সুজন হোসেন (৪০)।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, “জহুরুল ও সুজন এক মোটরসাইকেলে রাজশাহী থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। অপর দিকে যাত্রীবাহী একটি বাস দিনাজপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে কলেজ মোড় এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।” এ ঘটনায় বাসটিকে জব্দ করে মামলা হয়েছে বলেও জানান তিনি।”

Link copied!