• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ১৭৮ জন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:৪০ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ১৭৮ জন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৮ জন।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

ডেঙ্গুতে নিহতরা হলেন, ফরিদপুর সদরপুর উপজেলার ভাষাণচর এলাকার আলীম খাঁর ছেলে শিমুল খাঁ (৩০) ও একই জেলার নগরকান্দা উপজেলার দহিমারা গ্রামের মৃত আ. লতিফের ছেলে আ. হালিম (৮০)।

ডা. এনামুল হক বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিমুল খাঁ নামের এক যুবক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আ. হালিম নামের এক বৃদ্ধ ২ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। বর্তমানে হাসপাতালে ২৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।”

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, “গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৯ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন। হাসপাতালতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যে ৫ হাজার ৪৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।” 

Link copied!