• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নওগাঁয় মাদকসহ গ্রেপ্তার ২


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০২:০৬ পিএম
নওগাঁয় মাদকসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আবাদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আবাদপুর এলাকার সুরেশ সিংয়ের ছেলে পলাশ সিং ও একই এলাকার বিজেন সিংয়ের ছেলে বিজেট সিং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশ ও বিজেট দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোলাই মদ অবৈধভাবে তৈরির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা করা হয়েছে।

Link copied!