• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

হত্যা মামলার ১৭ বছর পর একজনের যাবজ্জীবন


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০৬:৪৪ পিএম
হত্যা মামলার ১৭ বছর পর একজনের যাবজ্জীবন

নওগাঁয় হত্যা মামলার ১৭ বছর পর আসামি মোফাজ্জল হোসেন মোফাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল বাকী এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ সদর থানার সরাইল গ্রামের নয়ন (২০) কে বাড়ি থেকে মোফাজ্জল হোসেন মোফাসহ কয়েকজন ডেকে নিয়ে যান। তারপর নয়ন রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন সকাল ১০টার দিকে পাশের আন্ধারকোটা গ্রামের মাঠে গাছের নিচে একটি বস্তায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এছাড়া একই মামলায় অপর দুই আসামি শুকুর ও মোর্শেদ এর সম্পৃক্তা না পাওয়ায় তাদের খালাস প্রদান করা হয়েছে। 

Link copied!