• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলে আটক


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৬:২৫ পিএম
ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলে আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় ৪০ লাখ মিটার জাল ও একটি মাছ ধরার কাঠের ট্রলার জব্দ করা হয়।  

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।  

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন খন্দকার মুনির তকি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সোমবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক হয়।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!