• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৪:১৪ পিএম
হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

রাজশাহীর বাঘায় হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিরা হলেন উপজেলার সুলতানপুর গ্রামের মিন্টু আলী (৩৫), মো. রানা (২১), মো. পানা (২৫), আরিফ হোসেন (২৫), শরিফ হোসেন (২২) ও নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের আরজেদ আলী ওরফে ভোলা (৪৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ জানুয়ারি রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুরে নাজমুল হোসেন তার নবম শ্রেণি পড়ুয়া ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন। এ সময় আসামিরা সংঘবদ্ধভাবে নাজমুলকে প্রকাশ্যে কুপিয়ে তাকে হত্যা করে। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আরও ১২ আসামি। এছাড়া এই মামলায় প্রধান আসামি মো. সুমনসহ চারজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার চলছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!